মেলায় যাওয়ার কথা ছিল না, তারপরও কুড়ি পঁচিশ মিনিটের জন্য গিয়েছিলাম, প্রিয় কিছু লেখকের বই কেনার জন্য। মাহবুব মোর্শেদ ভাইয়া, সেই প্রিয়'র তালিকায় উপরের দিকেই আছেন। তার বই কিনতে গিয়ে কথা হলো Shakhawat Tipu ভাইয়ার সাথে। মাত্র কয়েক মিনিটের বাক্যবিনিময়। কিন্তু কেন যেন মনে হচ্ছে, এ এক দীর্ঘ গল্পের শুরু! ওইটুকু সময় নানাকারণেই মন ভালো করে দেয়ার। তবে সবচেয়ে বেশি মন ভালো হয়ে গেলো Mahbub Morshed ভাইয়া অটোগ্রাফে যা লিখে দিয়েছেন, সেই কথা ক'টি পড়ে! ভালোবাসা। আমরা পরস্পরের ছায়ায় হেঁটে যাবো দহনের মরুপথ, স্বপ্নের সীমানায়।
Saturday, March 3, 2018
সাদাত হোসাইন
মেলায় যাওয়ার কথা ছিল না, তারপরও কুড়ি পঁচিশ মিনিটের জন্য গিয়েছিলাম, প্রিয় কিছু লেখকের বই কেনার জন্য। মাহবুব মোর্শেদ ভাইয়া, সেই প্রিয়'র তালিকায় উপরের দিকেই আছেন। তার বই কিনতে গিয়ে কথা হলো Shakhawat Tipu ভাইয়ার সাথে। মাত্র কয়েক মিনিটের বাক্যবিনিময়। কিন্তু কেন যেন মনে হচ্ছে, এ এক দীর্ঘ গল্পের শুরু! ওইটুকু সময় নানাকারণেই মন ভালো করে দেয়ার। তবে সবচেয়ে বেশি মন ভালো হয়ে গেলো Mahbub Morshed ভাইয়া অটোগ্রাফে যা লিখে দিয়েছেন, সেই কথা ক'টি পড়ে! ভালোবাসা। আমরা পরস্পরের ছায়ায় হেঁটে যাবো দহনের মরুপথ, স্বপ্নের সীমানায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment