Friday, March 2, 2018

মোস্তফা সরয়ার ফারুকী


বাংলা বইয়ের মধ্যে সম্প্রতি পড়েছি মোশাহিদা সুলতানা ঋতুর উপন্যাস ‘লবণ পানি’। ভীষণ মুগ্ধ হয়েছি। তাঁর নতুন লেখা খুঁজছি। শুনেছি বইমেলায় তাঁর গল্পগ্রন্থ ‘বড় শহরের ছোটগল্প’ এসেছে। যত দ্রুত সম্ভব পড়া শুরু করব। এ ছাড়া আনিসুল হকের ‘আলো-আঁধারের যাত্রী’, মাহবুব মোর্শেদের ‘তোমারে চিনি না আমি’, কিঙ্কর আহসানের ‘রাজতন্ত্র’ পড়তে চাই। পড়তে চাই সাদাত হোসাইনের বইও। প্রবীণ-নবীনদের বই মিলেমিশে পড়ি আমি। বেশ কিছু কবিতার বইয়ের তালিকাও করেছি। সেগুলোও সংগ্রহ করতে হবে।
কালের কণ্ঠ 

No comments:

Post a Comment