এবারের বইমেলায় আসা নতুন বই "তোমারে চিনিনা আমি" লেখক - মাহবুব মোর্শেদ Mahbub Morshed
পিছিয়া থাকা অর্থনীতির বিকলাঙ্গ মননে জোরেশোরে ধাক্কা দিয়েছে বইটির আলাপন।
কবিতা, লালন, রাজনীতি, আন্দোলন, প্রেম/ ভালবাসার তালাশে যৌনতার সাবলীল চলন, প্রেমহীন দেহের যৌন দৌরাত্ম্য, পারিবারিক সম্পর্ক থেকে আড়াল হওয়া, অস্থায়ী সম্পর্কের হাহাকার মোচড়াতে থাকে অনবরত। সব হারিয়ে প্রধান চরিত্র রানা প্রাণহীন সংসার জীবন টেনে নিয়ে যাচ্ছেন ঠিকানাহীন পথে। রহস্যগাঁথা সরদার চরিত্র মাঝেমাঝে চমক লাগায়। লেখকের বিষয়বস্তু নির্ধারণের সাহস, নতুন ভাবনার রসদ জোগায়।
প্রতিজ্ঞাবদ্ধ লড়াকু চরিত্র নির্মাণে অনীহা দেখেছি লেখকের মধ্যে। উপন্যাসের জমিন রাজশাহী শহর, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে আমার উদ্দাম যৌবনের পাণ্ডুলিপি ধুসর হয়ে আছে, সেকারণে বইটি পড়ার সময় গলা শুকিয়ে আসছিলো মাঝে মাঝে, মনে হচ্ছিল অতীতকে বর্তমানে হাজির করে সেই চেনাপথে পা ফেলছি আবার। ভাল্লাগছে ঝরঝরে সরল শব্দপ্রয়োগে উপন্যাসের গাঁথুনি। এক দশকের মধ্যে আমার এই প্রথম প্রায় একরাতে পড়ে ফেলা উপন্যাস "তোমারে চিনিনা আমি"। প্রতিশ্রুতির সম্পর্ক থেকে সরে যাওয়া বিশ্ব মানব মননের সরব উপস্থিতির ছাপ এখানে লক্ষণীয়। পাঠককে দৌড়ের উপর রাখার ক্ষমতা আছে লেখকের।
আরো আরো নতুন লেখা পাবার প্রত্যাশা করছি এই লেখকের-----
No comments:
Post a Comment