Friday, March 2, 2018

এই মাহবুবকেই তো চেয়েছিলাম : শুভাশিস সিনহা


এই মাহবুবকেই তো চেয়েছিলাম। বলেও ছিলাম, অন্য কিছু, অারও বড় কিছু চাই, তোর কাছ থেকে....
মাহবুবের সে-কথা মনে অাছে কিনা জানি না, অামার অাজকের অাসন্ধ্যারাত্রি এমন সুন্দর যে কাটল, বন্ধু হিসেবে তার ভাগ না নিই কী করে!
এমনই তো হবে অামাদের (অাধা)নাগরিক জীবনের গল্পের ক্লাসিক; নিজের অনুভবের সঙ্গে নিজের মুহুর্মুহু বোঝাপড়া অার সংঘর্ষের সবেগ ন্যারেটিভস, প্রেম-কাম অবসেসনের চোরাবালি, মোহ অার মোহ-ভাঙার বাস্তব, শরীর অার সম্পর্কের দরদী দ্বান্দ্বিকতা, গভীর সংবেদনায় চরিত্রকে ছুঁয়ে দেখা, অসাধারণ ডিটেইলিং, ভালোবাসার নির্মোহ বিন্যাস অার নিরেট কথা ও কাব্যিকতার যুগলচলন, মমতাময় বোঝাপড়ায়।
নুরুন্নাহার-মিলা-মিথিলা-পপি-রোজ কেউ না হোক, শেষত লুৎফুন্নাহারকে ভেবেছিলাম 'ক্রাইম এ্যান্ড পানিশমেন্ট'-এর সোনিয়া হবে, পারল না, এ যে প্রাচ্য, তাই রানাও হতে পারে না রাসকলনিকভ, সোনিয়ার হাতে হাত রেখে দেখবে প্রিয় সুন্দরের মুখ। সর্দারদের এমন নির্মম পরিণতির দেশে পারবেই বা কী করে!
তবু সেই পরাজয়ই তো গাঁথে অামাদের সাহিত্যের সুশোভিত অাত্মাভিমানের চিরপুষ্পমালা।
চিয়ার্স বন্ধু!!
ফেসবুক পোস্ট 

No comments:

Post a Comment