মাহবুব মোর্শেদ যখন থেকে লিখছেন তখন থেকেই তার লেখার ভক্ত আমি। বিশেষ করে
সেই ইলিয়াসের দোকান থেকে। ফেস বাই ফেস ততটা টানেনি আমায়। এর বাইরে তার
প্রায় সব গল্পই কিছু না কিছু চমৎকারিত্ব উপহার দিয়েছে। 'তোমারে চিনি না
আমি' পড়ে হিরণ্ময় অনুভূতি হলো। ভাষা তো আছেই, আখ্যানের পরতে পরতে একটা চেনা
জীবন আবিষ্কার করে আমি মুগ্ধ। দূর থেকে দেখলাম যেন নিজেরই তারুণ্যের
ড্রামাটিক ছায়াছবি। অনেকদিন পর এমন সুখপাঠ্য উপন্যাসের স্বাদ পাওয়া গেলো।
সমস্যা হইল, অনেক টাকা খরচ হবে আজকে। কয়েকজনকে উপহার দিতে হবে, যারা কেউ
ঢাকায় থাকে না। তাদের এটা পড়া দরকার।
No comments:
Post a Comment