Saturday, March 3, 2018

নাজমুল হাসান সাগর




তুহিন ভাই এর চিঠিটা পড়ার পরে থেকে বইটা পড়ার জন্যে অস্থির হয়ে ছিলাম।দিনাজপুর থেকে এসেই বিকেলে মেলা গিয়েছি। লেখক মাহবুব মোর্শেদ ভাই এর থেকে স্টল নম্বর জেনে সরাসরি স্টলে গিয়ে কিনে ফেললাম।গিয়ে বলার সাথে সাথে মিষ্টি হাসি দিয়ে সেলসম্যান বইটা হাতে ধরিয়ে দিলেন।

খবর নিয়েছি,ভালোই বিক্রি হচ্ছে বইটা। চাইলে আপনারাও সংগ্রহ করতে পারবেন ৩২৬,৩২৭ ও ৩২৮ নম্বর স্টল থেকে।

No comments:

Post a Comment