Friday, March 2, 2018

আমিও এমন ভাবেই জবাব দিতাম : রেজাউল করিম রনি

ফেসবুক পোস্ট
আমিও এমন ভাবেই জবাব দিতাম- কবিতা ও বিরহ ব্যাপরটা নিয়া, আজ সাক্ষী পাইলাম :)
“কবিতার শক্তিটা আপনি অনুভব করতে পারেননি। যখন পারবেন, তখন বিরহ জিনিসটাই আপনার অচেনা লাগবে। অপ্রাপ্তি, বিরহ, বেদনা জীবনে তো থাকবেই। এগুলোকে মানুষ মধুর অভিজ্ঞতা বলেই জানে। এই মধুরতা কিন্তু মিথ্যা। রহস্য খোলার রেঞ্চ যাদের হাতে থাকে না, তারা প্রথমে আঘাত পায়। পরে যখন সফল হয়, পুরোনো আঘাতটাকে আর আঘাত মনে হয় না। অভিজ্ঞতা মনে হয়। আগের আঘাত ও বেদনাকে রহস্যাবৃত করে সবার সামনে পরিবেশন করে লোকে। কবিতা লেখার জন্য বিরহ লাগবে বলে কেউ নিশ্চয়ই যেচে গিয়ে আঘাত পেতে চাইবে না। তাই না?”
-‘তোমারে চিনি না আমি’ মাহবুব মোর্শেদ ভাই এর উপন্যাস থেকে।
(পৃষ্ঠা- ৮৫, প্রকাশক : আদর্শ)

No comments:

Post a Comment