Saturday, March 3, 2018

কৃতজ্ঞতা : মাহবুব মোর্শেদ


'তোমারে চিনি না আমি' উপন্যাসের প্রথম খসড়া তৈরি করে রাজশাহী যেতে হয়েছিল। কাহিনির বড় একটা অংশ রাজশাহীতে বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। পুরনো জায়গাগুলো নতুন করে দেখার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু কেউই বিশ্বাস করতে পারছিলেন না কথাটা।
একি সিনেমা নাকি যে স্পট দেখতে যেতে হবে। জিজ্ঞেস করছিল রাজশাহীতে আসলে কী কাজ। মজার ব্যাপার, রাজশাহীর বন্ধুরা কথাটা বিশ্বাস করলেন। Salim Reza Newton, Ullash Habib Zakaria, সৈকত আরেফিন, রহমান রাজু দারুণ সহযোগিতা করলেন। যা যা মেলানোর দরকার ছিল তা তা ঠিকঠাক মেলাতে পারলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতের আগমনী দিনগুলো সত্যি দারুণ ছিল। আহা বসন্তেও যদি যাওয়া যেত। কথা হয়েছে Nusrat Sharmin, Mahbuba Chhaya, স্মৃতি রুমানা, A-Al Mamun এর সাথে।
কৃতজ্ঞতা স্বীকার করাই হয়নি। কবি জুয়েল মুস্তাফিজও অনেক সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ। পরের উপন্যাসের কাজ তো আগেই শুরু করেছি। বন্ধুরা পাশে না থাকলে লেখা সবসময়ই কঠিন।

No comments:

Post a Comment