Saturday, March 3, 2018

কামরুজ্জামান কামু

এই বইটা নাকি রকমারি থেকে খুব বিক্রি হচ্ছে। শুনে আমি উৎসাহী হয়ে বইটা বাসায় নিয়ে আসছি। বেশ কয়েক বছর আগে মাহবুব মোর্শেদ-এর প্রথম উপন্যাস 'ফেস বাই ফেস' পড়ে মুগ্ধ হইছিলাম। সে সময় ইন্টারনেট এতো বিস্তার লাভ করে নাই। সমাজ, রাজনীতি, জীবন ও সম্পর্কের সপ্রতিভ, রসাত্মক ও সংবেদনশীল ভাষ্য রচনার শক্তি তাঁর আছে। আছে সহজ ভাষায় অন্তরলোক উন্মোচনের ক্ষমতা। পড়তে শুরু করলে পাঠককে ধরে রাখার দায়িত্ব নিয়ে নেয় তাঁর গতিময় ভাষা। এই লোকের সাহিত্য যদি বাজারে বেস্টসেলার হয়, তাহলে বলতে হবে পাঠক সমাজ কিঞ্চিৎ দুষ্টু হইয়া উঠতেছেন। জয় হো মামো! বাকিটা পইড়া লই।

No comments:

Post a Comment